রোববার বিকেলে ভাটারার সাইদ নগর এলাকার একটি ভবন থেকে রিগানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ২৭ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মোক্তারুজ্জামান জানান, রিগান রোজারিও ভাটারা এলাকার একটি দোকানের কর্মচারী ছিলেন। ২৭ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে এ খবর থানাকে জানানোর পর পুলিশ তার খোঁজ করে।
তিনি আরও জানান, এরই মধ্যে সাঈদনগর এলাকায় একটি ভবনে মরদেহ পড়ে আছে এমন খবর পায় পুলিশ। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে অনেক জখমের চিহ্ন রয়েছে।
এ কর্মকর্তা বলেন, কী কারণে রিগান রোজারিও খুন হয়েছেন, সেটি এখনো জানা সম্ভব হয়নি। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।