সুনামগঞ্জের হাওরে বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদ উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট সোমবার সকাল ১১ টায় উপজেলা হল রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, সিলেট বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ জিল্লুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবিব খান, জেলা মৎস্য অফিসার সুনিল মন্ডল, উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান বীনা রানি তালুকদার, গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মাদ আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) সীমা রানী।
এ সময় উপস্থিত ছিলেন, জামলগঞ্জ উপজেলার কর্মরত ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।