টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
দেশে ফিরলেন কাবুলে আটকে পড়া ৬ বাংলাদেশি প্রকৌশলী

দেশে ফিরলেন কাবুলে আটকে পড়া ৬ বাংলাদেশি প্রকৌশলী

আফগানিস্তানের কাবুল থেকে উদ্ধার হওয়া ১২ জন বাংলাদেশির মধ্যে ছয়জন দেশে ফিরেছেন। কাতারের রাজধানী দোহা থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত সাড়ে ১১টার দিকে তারা ঢাকায় ফেরেন। বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে দেশে ফেরার উদ্দেশে কাতারের দোহা থেকে প্রথমে দুবাই যান তারা। পরে সেখান থেকে তাদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৪ ফ্লাইট রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দেশে ফেরা ছয় প্রকৌশলী হচ্ছেন- রাজীব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মো. নজরুল ইসলাম, ইমরান হোসাইন, আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন।

তারা আফগানিস্তানের মোবাইল ফোন অপারেটর আফগান ওয়্যারলেসে কর্মরত ছিলেন।

জানা গেছে, গত ২৬ আগস্ট কাবুল থেকে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন ১৫ বাংলাদেশি। কিন্তু কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণের পর তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে।

পরে তাদের মধ্যে ১২ জনকে দুই দফায় শনিবার (২৮ আগস্ট) মার্কিন বিমানবাহিনীর সহায়তায় কাতারে নিয়ে যাওয়া হয়। বাকি তিনজন এখনও কাবুলে অবস্থান করছে বলে জানা গেছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital