৩১ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সর্ম্পকিত সংদদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন । এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক ভাঙ্গুড়া বাজার শাখার ব্যবস্থাপক কেএম আবুল বাশার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।