টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
শাল্লার বহুল আলোচিত যুবক রামীম চৌধুরী পরকীয়ায় নারীসহ ধরা পড়ে স্ত্রীর হাতে পুলিশ করেছে আটক!

শাল্লার বহুল আলোচিত যুবক রামীম চৌধুরী পরকীয়ায় নারীসহ ধরা পড়ে স্ত্রীর হাতে পুলিশ করেছে আটক!

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আলোচিত যুবক রামীম চৌধুরী নারীসহ ধরা পড়লো স্ত্রীর হাতে পরকীয়া দুজনকেই পুলিশ করেছে আটক হয়েছে। জানা যায়  ১ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টায় পরকীয়ার এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাল্লা উপজেলা সদরে তুমুল আলোচনা চলছে। থানা থেকে তাকে ছাড়িয়ে নিতে একটি চক্র চেষ্টা করছে বলে অভিযোগও উঠেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে শাল্লা উপজেলা সদরের গুঙ্গিয়ারগাঁও কলেজ রোডের বাসিন্দা রামীম চৌধুরী অবৈধ সম্পর্কের জেরে রাত সাড়ে ৩ টায় প্রতিবেশী এক নারীর ঘরে তার স্ত্রী হাতে নাতে ধরে ফেলেন । গভীর রাতে তার স্বামীকে বিছানায় না পেয়ে কুজাকুজির পরে তার ঘুমন্ত স্ত্রী বিষয়টি ঠের পেয়ে স্বামীকে পাশের ঘরে নারী সহ হাতেনাতে ধরে ফেলেন এবং তিনি হুলস্তুল শুরু করেন। তাদের চেচামেচি শুনে প্রতিবেশীরা গভীর রাতে ঘুম থেকে জেগে ওঠেন। পরে পুলিশ এসে ওই নারী ও রামীম চৌধুরীকে থানায় নিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রামীম চৌধুরী পুলিশ হেফাজতে রয়েছেন। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন প্রভাবশালী রামীম চৌধুরীকে ছেড়ে দিতে পুলিশ চেষ্টা করছে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টাও চলছে বলে তারা অভিযোগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের স্ত্রী রেখে রামীম চৌধুরী অবৈধ সম্পর্কের জেরে প্রতিবেশী নারীর ঘরে ডুকে ফষ্টিনষ্টি করতে শুরু করেন। স্ত্রীর চোখে ধরা পড়ে বিষয়টি সবাই জেনে যায়। অনেকেই এসময় প্রতিবেশী নারীর ঘর থেকে রামীম চৌধুরীকে বেরিয়ে আসতে দেখেছেন।

শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, রামীম চৌধুরীর স্ত্রীর সন্দেহ তার স্বামীর সঙ্গে ওই নারীর অবৈধ সম্পর্ক। তাই তার অগোচরে রাতে ওই নারীর ঘরে প্রবেশ করেন। এ বিষয়টি ধরতে পেরে স্ত্রী চিৎকার চেচামেচি করলে প্রতিবেশিরা এগিয়ে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও রামীম চৌধুরীকে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যমিথ্যা যাছাই করার জন্য আমরা তাদের নিয়ে এসেছি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital