টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
বিক্ষোভে আফগান নারী, নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও পিপার স্প্রে

বিক্ষোভে আফগান নারী, নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও পিপার স্প্রে

আফগানিস্তানের রাজধানী কাবুলে অধিকার আদায়ে আন্দোলনরত নারীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে তালেবান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, নিজেদের কাজ করার অধিকার, ভবিষ্যৎ সরকারে নারীদের ভূমিকা এবং তালেবানের সঙ্গে আলোচনায় অংশগ্রহণের দাবিতে কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছন দেশটির অর্ধশত নারী। তবে নারীদের এই বিক্ষোভ ছত্রভঙ্গ করার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে।

বিক্ষোভের অংশ হিসেবে নারীরা কাবুলের একটি সেতু থেকে প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে যাত্রা শুরু করলে তাদের ওপর চড়াও হয় তালেবান সদস্যরা। এসময় বিক্ষোভরত নারীদের ওপর টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, নারীদের এই বিক্ষোভ তালেবানের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তালেবান ক্ষমতা নেয়ার পর আফগান ভূখণ্ডে যে কয়েকটি বিক্ষোভ হয়েছে, কাবুলে ও হেরাতে হওয়া এই বিক্ষোভ অন্যগুলোর তুলনায় সবচেয়ে বড়।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital