টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মধ্যনগর উপজেলার ভিত্তি প্রস্ত স্হাপনে দুই মন্ত্রী আগমনকে কেন্দ্র করে প্রধান মন্ত্রীকে চিঠি

মধ্যনগর উপজেলার ভিত্তি প্রস্ত স্হাপনে দুই মন্ত্রী আগমনকে কেন্দ্র করে প্রধান মন্ত্রীকে চিঠি

সুনামগঞ্জের নব গঠিত উপজেলা মধ্যনগর উপজেলা ভবন নির্মাণ ভিত্তি প্রস্ত স্হাপনে, দুই মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক এর যৌথ স্বাক্ষরিত ৫ সেপ্টেম্বর রবিবার প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র’ বরাবরে লিখিত চিঠি দিয়েছেন ।
জানা যায় আগামী ১১ সেপ্টেম্বর শনিবার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং  স্থানীয় সরকার ও সমবায় পল্লী উন্নয়ন মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আওয়ামীলীগকে না জানিয়েই উপজেলার ভিত্তি প্রস্ত স্হাপন করবেন। এতে আওয়ামী লীগ নেতারা ক্ষোভের উদ্রেগেই কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছে, দলের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার সহ নেতৃবৃন্দরা প্রতিনিধিকে জানান, মাননীয় মন্ত্রী মহোদয়গন আওয়ামী লীগের ব্যানারে না এসে কিভাবে আসছেন জানিনা, তাই আমরা প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র’ স্বরনাপূর্ণ হয়েছি। দয়ার সাগর প্রধান মন্ত্রী আমাদের দীর্ঘ ৪০ বছরের স্বপ্ন পূরণে গত ২৬/৭/২০২১/ইং তারিখে ১১৭ তম অনুষ্ঠিত নিকারের সভায় সিদ্ধান্তের আলোকে ১০/৮/ তারিখে গেজেট আকারে প্রকাশ হয়েছে।
এতে এলাকাবাসী শেখ হাসিনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে, আমরা চাই দলের মান অক্ষুন্ন রাখতে প্রধান মন্ত্রী নিজে ভিডিও কনফারেন্স লাউঞ্জে উদ্ভোদন করেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital