গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা জানান, আমার ছেলে আমার সঙ্গে মাস্কের ব্যবসা করে। আজ কয়েকজন মিলে তাকে ছুরিকাঘাত করে। কী কারণে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ওই এলাকায় ওরা খুব প্রভাবশালী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।