টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
নাগরপুরে কৃষি পণ্যে উৎপাদন বৃদ্ধি করনে সুষম সার ব্যবহারে অবহিত করণ।

নাগরপুরে কৃষি পণ্যে উৎপাদন বৃদ্ধি করনে সুষম সার ব্যবহারে অবহিত করণ।

টাঙ্গাইলের নাগরপুরে সুষম সার ব্যবহারে কৃষি পণ্যের সরিষা, ভূট্রা ও সবজী উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে কৃষক কৃষানীদের প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরের কর্মপরিকল্পনা, নাগরপুর উপজেলা গয়হাটা ইউনিয়ন বাস্তববায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮ সেপ্টম্বর সকালে নাগরপুর উপজেলা পরিষদ কর্তৃক, বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাগরপুর উপজেলা, সহযোগিতায় উপজেলা ও উন্নয়ন প্রকল্প UGDP স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সী দিন ব্যাপি নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রশিক্ষণ হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সিফাত ই জাহান। সভাপতিত্ব করেন,  উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কৃষি উপসহকারী মো. ছরোয়ার হক, মনির হোসেন সহ ৩০ জন কৃষক কৃষাণি  অংশ গ্রহণ করেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital