পাবনার ভাঙ্গুড়ায় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে মাসুম হোসেন মোল্লা নামে ১৩ বছরের এক কিশোর চালকের মৃত্যু হয়েছে।
১০ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া ড্রেন এলাকায় এ ঘটনা ঘটে। মাসুম বড় বিশাকোল এলাকার চা বিক্রেতা বাবলু মোল্লার ছেলে।
ভাঙ্গুড়া থানার ওসি মোঃ ফয়সাল বিন আসহান জানান, দুপুরে যাত্রী নামিয়ে দিয়ে ভ্যানে করে ভাঙ্গুড়া ফিরছিল মাসুম। নৌবাড়িয়া ড্রেন এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের পুকুরে পড়ে যায়। এতে মাসুমও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।