পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদারকে গ্রেপ্তার ও অপসারণের দাবিতে ১৫ সেপ্টম্বর বুধবার মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ ও মানববন্ধন করে জেলা প্রশাসক (ডিসি) বিশ্বাস রাসেল হোসেনের কাছে স্মারকলিপি দেন।
শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ কলেজের বিভিন্ন তহবিল থেকে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের মামলা করেছে। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে তিনি এখনও এ শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। অতিদ্রæত তাকে এ প্রতিষ্ঠান থেকে অপসারণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেন শিক্ষার্থীরা।