টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মেসি-নেইমার-এমবাপ্পে মিলেও জেতাতে পারেননি পিএসজিকে

মেসি-নেইমার-এমবাপ্পে মিলেও জেতাতে পারেননি পিএসজিকে

লিওনেল মেসি, নেইমার এবং কাইলিয়ান এমবাপ্পে একত্রে খেলেও চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইকে জয় এনে দিতে পারেননি।

চ্যাম্পিয়ন্স লিগের এ গ্রুপের ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুগের সাথে ১-১ গোলে ড্র করেছে তারকায় ঠাসা পিএসজি। দেশের পক্ষে সম্প্রতি দুই ম্যাচে দারুণ খেলে ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার এবং মেসি। দুজনেই ব্যর্থ হয়েছেন। এমবাপ্পে অপেক্ষাকৃত ভাল খেললেও বিরতির পর পরই ইনজুরির কারণে তাকে মাঠ ছাড়তে হয়।

ইয়ান ব্রেইডেল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পিএসজির সাথে সমানতালে লড়েছে ব্রুগে। প্রথমার্ধে পরিষ্কার গোলের সুযোগ তারাই সৃষ্টি করেছে। গোলরক্ষক কেইলর নাভাস অসাধারণ কিছু সেভ না করলে পরাজিত হয়েই দেশে ফিরতে হতো বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবটিকে। যদিও ম্যাচের প্রথম গোলটি পিএসজিই করেছিল। ১৫ মিনিটের সময়ে বাম দিক থেকে এমবাপ্পে বল নিয়ে অনেকটা জায়গা দৌড়ে গিয়ে দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে কাট ব্যাক করে গোল মুখে দেন তাতে পা লাগিয়ে পিএসজিকে এগিয়ে দেন অ্যান্ডার হেরেরা। ২৬ মিনিটের সময়ে সমতা ফেরায় ব্রুগে। হ্যান্স ভানাকেন স্বাগতিকদের পক্ষে গোল করেন।

মেসি এর আগে বদলি খেলোয়াড় হিসেবে ২৪ মিনিট খেলেছিলেন পিএসজির হয়ে। এ ম্যাচেই তিনি প্রথম একাদশে অন্তর্ভূক্ত হন। তাছাড়া তিন তারকা মেসি, নেইমার এবং এমবাপ্পে একত্রে খেলেন এ ম্যাচেই প্রথম। মেসি একবার সুন্দর একটি শট নিয়েছিলেন কিন্তু সেটি ক্রসবারে লেগে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধে তার একটি শট ধরে নেন ব্রুগের গোলরক্ষক সিমন মিগনোলেট। ম্যাট রিটসকে ফাউল করে মেসি একটি হলুদ কার্ডও দেখেছেন। তিন তারকার খেলা কাউকেই সেভাবে সন্তুষ্ট করতে পারেনি।

কোচ মরিসিও পচেত্তিনো বলেন, পরস্পরের সাথে সমঝোতা গড়ে ওঠার জন্য তাদেরকে সময় দিতে হবে। মূলত চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্যই তারকা খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে পিএসজি। মাত্র একটি ম্যাচ হলেও তাদের জন্য যে কাজটি সহজ হবে না তা বোঝা গেছে। তাদের গ্রুপে আছে ম্যানচেস্টার সিটি। যারা প্রথম ম্যাচে ৬-৩ গোলে পরাজিত করেছে আরবি লাইপজিগকে। পরের ম্যাচেই পিএসজিকে খেলতে হবে ম্যানচেস্টার সিটির সাথে।

দল জিততে না পারলেও খেলোয়াড়দের প্রচেষ্টায় সন্তুষ্ট কোচ। তিনি বলেন, খেলোয়াড়রা যেভাবে চেষ্টা করেছে তাতে আমি সন্তুষ্ট। যদিও ফল উল্লেখ করার মতো কিছু হয়নি, তবে আমাদের শান্ত থেকে পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে।

চ্যাম্পিয়ন্স লিগের ড্র হওয়ার পর মনে করা হয়েছিল ক্লাব ব্রুগে কেবল অংশই নেবে। কিন্তু মাঠে তারা যেভাবে খেলেছে তাতে তারা গর্বিত হতে পারে। মেসি, নেইমার ও এমবাপ্পের সাথে তুলনা করলে ভাল খেলেছেন ব্রুগের আক্রমন ভাগের তিন খেলোয়াড় অধিনায়ক ভানাকেন, চার্লস ডি কেটেলায়েরে এবং নোয়া ল্যাং।

ব্রুগের কোচ ফিলিপ ক্লেমেন্ত বলেন, আমরা যে কতটা দৃঢ় তার প্রমাণ দিয়েছি। আমার খেলোয়াড়রা একটি ঐতিহাসিক ম্যাচ খেলেছে। তাদের নিয়ে আমি গর্বিত। আমরা শারীরিকভাবে বেশ শক্তিশালী তার প্রমাণ দিয়েছি। আমার মনে হয়েছে খেলোয়াড়দের মধ্যে ভাল খেলার দৃঢ় প্রত্যয় ছিল অনেক বেশি।

খেলার শেষ দিকে কয়েকজনকে পরিবর্তন করেন পিএসজির কোচ। এতে তাদের খেলায় প্রাধান্য বাড়ে। কিন্তু স্বাগতিক দলের রক্ষণভাগ এবং বিশেষ করে গোলরক্ষক মিগনোলেটের দৃঢ়তার কাছে তাদের হার মানতে হয়। অনেক চেষ্টা করেও আর কোন গোল করা তাদের পক্ষে সম্ভব হয়নি। ১-১ গোলে ড্র করেই তাদের মাঠ থেকে বিদায় নিতে হয়।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital