১৯ সেপ্টেম্বর রবিবার রাত ৯টার দিকে সদরের চরশিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাহার চরশিবরামপুর গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তি একজন কৃষক।
স্থানীয়রা জানান, ২০০২ সালের ভূমিহীনদের একটি জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। রবিবার বিকেলে এই বিষয়টি নিয়ে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু একটি পক্ষ না আসায় বৈঠকটি হয়নি। সন্ধ্যার দিকে নিহত বৃদ্ধ মোজাহার সরদার শাদ আলী মোড়ে একটি চায়ের দোকানে চা খেতে গেলে তাদের মাঝে কথা কাটাকাটি হয় এক পর্যায় কিলঘুষি হলে দোকানে থাকা লোকজন ছাড়িয়ে দেয়। তিনি এরপর বাড়িতে চলে আসেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ওই দোকানে তিনি আবারও চা খেতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।