টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
সুনামগঞ্জে হাওর বাচাও আন্দোলনের মানববন্ধন

সুনামগঞ্জে হাওর বাচাও আন্দোলনের মানববন্ধন

আসন্ন বোরো মৌসুমে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে ফসল রক্ষা বাঁধের প্রকল্প ও বিগত বছরে বাঁধের কাজ অনুযায়ী পিআসির বিল পরিশোধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি।

সোমবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক সুখেন্দু সেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য কাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেন রায়, বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি চিত্ত্ব রঞ্জন তালুকদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সুনামগঞ্জ) একে কুদরত পাশা, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদনূর আহমেদ, কৃষক বাবলু মিয়া ।

এ সময় বক্তারা বলেন, ঘরে বসে নয়, ক্ষতিগ্রস্ত বাঁধের প্রাক্ষলন সরেজিমনে তৈরী করুন। ফসল সুরক্ষায় বাঁধের নামে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে সরকারের টাকা লুটপাটের পাঁয়তারার চেষ্টা করবেন না। যারা বিগত অর্থবছরে ভালো কাজ করেছেন, কাজ অনুপাতে অবিলম্বে তাদের বিল পরিশোধ করতে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের তাগাদা জানিয়েছেন হাওর বাঁচাও আন্দোলনে নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, পাউবো পিআইসি প্রথাকে বিতর্কিত করে আবারো ঠিকাদারী প্রথায় ফিরে যে টালবাহনা করছে। পিআইসিতে যাতে কেউ না আসে তার জন্য পরিকল্পিতভাবে তাদের গত বছরের টাকা পরিশোধ করছে না। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাঁধের কাজ চলাকালীণ সময়ে বাঁধের কাজ সঠিক সময়ে শেষ করতে এবং বাঁধের গুণগত মান ঠিক রাখতে যারা মোবাইল কোরর্টের মাধ্যমে পিআইসি সদস্যদের জেল জরিমানা করেছিলেন তারা আজ কোথায়। কেন পিআইসির টাকা পরিশোধ করা হচ্ছে না এব্যাপারে তারাকি মোবাইল কোর্ট করবেন।

বক্তারা পাউবোকে উদ্দেশ্য করে বলেন, আমরা হাওর বাঁচাও আন্দোলন ইতোমধ্যে হাওর পরিদর্শন শুরু করেছি। হাওরে গিয়ে দেখা যায়, গত বছরের নির্মিত অনেক বাঁধ অক্ষত রয়েছে। কিছু কিছু বাঁধের ক্লোজার খোলে দেওয়া হয়েছে। হাওরের পানি নামার জন্য হয়তো আরো কিছু বাঁধ কেটে দিতে হতেপারে। তবে সামগ্রিক ভাবে এবছর সকল বাঁধের সংস্কার প্রয়োজন নাও হতে পারে, তাই আপনারা ঘরে না বসে বাঁধে জরেজমিনে গিয়ে প্রাক্কল তৈরী করুণ। সরকারের টাকা হরিলুটের চেষ্টা করবেন না। আমরা তা হতে দেবনা। প্রক্কলন শেষ করেই ডিসেম্বরের আগেই পিআইসি গঠন করুণ। সঠিক সময়ে কাজ শুরু হলে সঠিক সময়ে কাজ শেষ করা সম্ভব।

মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হাওর পাড়ের কৃষকগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম সাঈদ, সদর উপজেলা কমিটির সভাপতি স্বপন দাস, সহ সভাপতি চন্দন রায়, তসকির আলী, মমিনুল ইসলাম, অরুন দেব প্রমুখ।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital