আজ ২০শে সেপ্টেম্বর ২০২১, সোমবার বেলা ১১ঘটিকায় প্রত্যয় সাহিত্য পরিষদ, ফরিদপুর, পাবনা’র আয়োজনে ৪৬তম স্বরচিত মাসিক কবিতা পাঠের আসর ফরিদপুর পৌর মুক্তমঞ্চের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ কবি মো. ওহিদুল ইসলাম। স্বরচিত কবিতা পাঠ করেন কবি মো. ওয়ারেছ আলী, গোবিন্দলাল হালদার, মোল্লা আলী আজগার, মো. শাহ আলম, ফাত্তাহুল মালিক, নুরুল ইসলাম বাবুল, নিফুল খান, মানিক খান, জাহিদুল ইসলাম, কানিজ ফাতেমা ইলা, ওহিদুল ইসলাম প্রমুখ। বিগত আসরে পঠিত কবিতাগুলো থেকে বাছাই করে কানিজ ফাতেমা ইলা-কে এ মাসের শ্রেষ্ঠ কবি হিসেবে পুরস্কৃত করা হয়।
পঠিত কবিতাগুলো নিয়ে আলোচনা করেন সংগঠনের সভাপতি, কবি ও শিশুসাহিত্যিক নুরুল ইসলাম বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কবি মোল্লা আলী আজগার।