টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
এক বছরে সাড়ে ২১ হাজার খুন যুক্তরাষ্ট্রে

এক বছরে সাড়ে ২১ হাজার খুন যুক্তরাষ্ট্রে

কেবল ২০২০ সালে যুক্তরাষ্ট্রে খুন হয়েছেন ২১ হাজার ৫০০ জন, ২০১৯ সালের তুলনায় যা প্রায় ৩০ শতাংশ বেশি। স্থানীয় সময় সোমবার মার্কিন তদন্ত সংস্থা এফবিআই’য়ের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। বিশেষজ্ঞদের বক্তব্যের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে বলছে, শুধু খুন নয়, যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রির সংখ্যাও আগের চেয়ে বেড়েছে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে খুনের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে এফবিআই।

এফবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ৭৭ শতাংশ মানুষ খুন হয়েছেন বন্দুকের গুলিতে, ২০১৯ সালে যা ৭৪ শতাংশ ছিল। সহিংস অপরাধের সংখ্যা ২০১৯ সালের চেয়ে ৫ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এফবিআইয়ের ‘ইউনিফর্ম ক্রাইম রিপোর্ট’ নামের ওই প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে অপরাধের প্রবণতা আগের চেয়ে বেড়েছে। অস্ত্র বিক্রির হার সবচেয়ে বেশি টেক্সাসে।

বিশেষজ্ঞদের বক্তব্য, করোনাকালে মানুষের মধ্যে হতাশা বেড়েছে। সে কারণেই অস্ত্র বিক্রির হার একদিকে যেমন বেড়েছে, তেমন বেড়েছে সহিংসতার হারও। কিন্তু কীভাবে এই প্রবণতাকে বদলানো সম্ভব, তা নিয়ে কোনো স্পষ্ট অভিমতে পৌঁছাতে পারেননি বিশেষজ্ঞরা।

ভোটপ্রচারের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, অস্ত্র বিক্রি নিয়ে তার প্রশাসন কড়া পদক্ষেপ নেবে। ক্ষমতায় আসার পর এখনো সে বিষয়ে বাইডেন প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নেয়নি। এফবিআইয়ের প্রতিবেদন সরকারকে ব্যবস্থা নিতে বাধ্য করে কি না, সেটাই এখন দেখার।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ২০২০ সালে ১২ লাখ ৭৭ হাজার ৬৯৬টি সহিংস অপরাধের ঘটনা ঘটেছে। তবে বছরটিতে ডাকাতি (৯ দশমিক ৩ শতাংশ) ও ধর্ষণের (১২ শতাংশ) ঘটনা কমেছে।

ইউএসএ টুডের খবরে বলা হয়, করোনা ভাইরাস যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে প্রাণহানী ঘটাচ্ছিল, ঠিক তখনই দেশজুড়ে ঘটছিল নানা সহিংস ঘটনা।

যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের অধ্যাপক জেমস অ্যালান ফক্স মনে করেন, গত বছরটির ঘটনাপ্রবাহ সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করবে না।

তিনি বলেন, ‘গত বছরটি নানা কারণেই আলাদা।’ ফক্স বলেন, ‘মহামারির কারণে লোকজন নির্ধারিত কাজকর্মে যেতে পারেনি; শিশুরা যায়নি স্কুলে এবং প্রাপ্ত বয়স্করা তাদের কাজে।’ তিনি বলেন, ‘রাজনীতি, করোনা মোকাবেলা ও সামাজিক ন্যায়বিচারের আন্দোলনে বিভাজিত ছিল পুরো দেশ।’

অধ্যাপক জেমস অ্যালান ফক্স বলেন, এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বন্দুকের বিক্রি বেড়ে গিয়েছিল। তিনি বলেন, ‘ক্রোধের উত্তাপে সেই বন্দুকগুলোই ব্যবহার করা হয়েছে।’

প্রতিবেদন প্রকাশের সময় অবশ্য এফবিআই আরও একটি বিষয় জানিয়েছে। গত কয়েক বছরের তুলনায় ২০২০ সালে যুক্তরাষ্ট্রে খুনের সংখ্যা বাড়লেও তা ১৯৮০-৯০ সালের খুনের সংখ্যার চেয়ে অনেক কম। ১৯৯১ সালে এক বছরে রেকর্ড ২৫ হাজার জন নিহত হন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital