এঘটনায় আহত বৃদ্ধ নজরুল ইসলাম ও তার ছেলে হাফেজ আব্দুল ওয়াহেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সন্ধায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এঘটনা ঘটেছে। অভিযোগে জানা যায়, চেয়ারম্যান প্রার্থী নিয়াজ চৌধুরী তার লোকজন নিয়ে মোটরসাইকেলে নির্বাচনী শোডাউন করতেছিল। এসময় মোটরসাইকেল আরোহীদের শোরগোল শুনে বৃদ্ধ নজরুল বাড়ি থেকে বেড়িয়ে রাস্তার পাশে উঠানে দাঁড়ান। তিনি কোন প্রার্থীর লোক শোডাউনের পেছনে থাকা জাহেদুল নামে এক মোটরসাইকেল আরোহী বৃদ্ধের নিকট জানতে চান।
অপর চেয়ারম্যান প্রার্থী শাহিনের নাম বলা মাত্রই তাকে গলা চেপে ধরে মাটিতে ফেলে বেদম মারধর করেন। এসময় আব্দুল ওয়াহেদ বাড়ি থেকে বেড়িয়ে এসে তার বাবাকে রক্ষার চেষ্টা করায় শোডাউনে অংশগ্রহকারী অজ্ঞাতনামা ৪/৫ জন তাকেও আহত করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে মোটরসাইকেল আরোহীগণ দ্রæত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।
এব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, গতকাল রাত ৪টা পর্যন্ত পূজামন্ডপ পরিদর্শনে ব্যস্ত ছিলাম। হয়ত ডিউটি অফিসারের কাছে তারা এসেছিল, হাসপাতালে ভর্তি হতে বলেছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান জানান, নিয়াজ চৌধুরী ও শাহিনের লোকদের মধ্যে মারধরে ঘটনা শুনেছি।