রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে চার বছরের শিশু নুসরাত জাহান মিম হত্যায় জড়িত একমাত্র আসামি মিমের বড় ভাই আল-আমিনকে (১৪) জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করেছে র্যাব। বাবা-মায়ের ভালোবাসায় ভাগ বসানোয় মিমকে হত্যা করা হয় বলে স্বীকার করেছে আল-আমিন।
এর আগে, বস্তির একটি গোসলখানা থেকে মিমের লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির গলায় ও মুখে আঘাতের চিহ্ন থাকায় পুলিশ ও স্বজনদের ধারণা, মিমকে হত্যা করা হয়েছে।
মিমের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে মিম বাসায় ঘুমিয়ে ছিল। মা রোকসানা কাজে বেরিয়ে গেলে মেয়ে ও ছেলে আল-আমিনকে বাসায় রেখে বের হন বাবা লিটন। ১০ মিনিট পর বাসায় এসে মিমকে খুঁজে পাননি। এরপর থেকে তারা খোঁজাখুঁজি শুরু করেন। এলাকায় করা হয় মাইকিংও। একঘণ্টা পর বাসার পাশের গোসলখানায় মেয়ের লাশ দেখতে পান তারা।