এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, গত শুক্রবার দিনগত রাতে শাহবাগ থানার দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।