টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ ধরার দায়ে ৩ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ ধরার দায়ে ৩ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ ধরার অভিযোগে ফরিদপুরের চরভদ্রাসনে তিন জেলেকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদুর রহমান ভ্রাম্যমাণ আদালতে এ দন্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামি ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিশেধাজ্ঞা জারি করেছে সরকার। এ নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা পদ্মা নদীতে ইলিশ ধরছিল।

প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল ৬ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই ৩ জেলেকে আটক করা হয়।

এসময় ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে নদীর চরে ও গোপালপুর ঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ৭কেজি ইলিশ মাছ হাফসা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিখানায় বিতরণ করা হয়।

অভিযানে অন্যান্যর মধ্যে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মোবাইল কোর্ট সহকারি আনোয়ার হোসেন ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital