টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
বাসে অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করা হচ্ছে

বাসে অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করা হচ্ছে

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার বলেছেন, যারা বাসে আগুন দিয়েছিলো আমরা তাদের দলীয় পরিচয় পেয়েছি। শনিবার ডিএমপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওয়ালিদ হোসেন বলেন, ‘তবে তারা কি কারণে বাসে অগ্নিসংযোগ করলেন বা তাদের উদ্দেশ্য কি ছিলো? এগুলো আমরা জানার চেষ্টা করছি। সেই সঙ্গে তাদের সহযোগী কারা ছিলো, এবং কাদের নির্দেশনায় এ কাজগুলো তারা করেছে সে বিষয়গুলোও জানার চেষ্টা করছি।’

ওয়ালিদ হোসেন আরো বলেন, ‘রাজধানীতে কয়েকটি বাসে কারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, বিভিন্ন তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে তাদেরকে আমরা শনাক্ত করেছি। তারা একটি রাজনৈতিক দলের সদস্য ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

‘পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তা নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। চেকপোস্টে কঠোর নজরসহ গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে’ বলে জানান তিনি।

উপ-পুলিশ কমিশনার আরো বলেন, ‘পল্টন, মতিঝিল, বিমানবন্দর, উত্তরা পূর্ব, শাহবাগ, ভাটারা, কলাবাগান, তুরাগ ও বংশাল থানায় ১৪টি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় অভিযান চালিয়ে মোট ৩২জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪টি মামলার মধ্যে কলাবাগান থানায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদান, উত্তরা পূর্ব ও তুরাগ থানায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের উত্তর পাশে কর অঞ্চল-১৫-এ পার্কিং করা সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর দুপুর ১টার দিকে মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে এবং ১টা ২৫ মিনিটে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় রমনা ভবনের সামনে ভিক্টর ক্লাসিক পরিবহনের চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এরপর দুপুর দেড়টার দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে দেওয়ান পরিবহনে, দুপুর ২টা ১০ মিনিটে সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহন এবং বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় ২টা ২৫ মিনিটে দিশারী পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এছাড়া ২টা ৪৫ মিনিটে পল্টন থানা এলাকায় জৈনপুরী পরিবহন, বিকেল ৩টায় মতিঝিল থানাধীন পূবালী পেট্রলপাম্পের পাশে বিআরটিসির দোতলা বাসে, সাড়ে ৪টার দিকে ভাটারা থানাধীন কোকাকোলা মোড়ে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে এবং উত্তরার আজমপুরের বিএনএস সেন্টারের বিপরীত দিকে বিকেল ৫টা ৫৫ মিনিটে পরিস্থান পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পল্টন থানায় ১০ জন, উত্তরা পূর্ব থানায় ৯ জন, শাহবাগ থানায় ৬ জন, বংশাল থানায় ২ জন, কলাবাগান থানায় ২ জন, মতিঝিল থানায় ২ জন ও তুরাগ থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া এজাহারনামীয় অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশের একাধিক টিম।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital