বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে বরগুনার নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আবদুল মালেক। তিনি বরগুনা সদর উপজেলার আমতলী গ্রামের আমিন উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ৩০ জুন রাত ৮টার দিকে দশম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করেন আবদুল মালেক। ওই ছাত্রী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। পরে ওই ছাত্রী বাদী হয়ে ট্রাইব্যুনালে মামলা করেন। পুলিশ তদন্ত করে ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি মালেকের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আশ্রাফুল আলম বলেন, রায়ে তাঁরা সন্তুষ্ট। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী সঞ্জয় দাস বলেন, ‘আমরা উচ্চ আদালতে আপিল করব।’