হিরা বেগমের ভাই নয়ন সরদার জানান, নববধূ হিরা বেগমকে তার স্বামী বিল্লাল সরদার ২৬ নভেম্বর ভোরে আগুন দিয়ে পালিয়ে যায়। ওই সময় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে অবনতি হলে মঙ্গলবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার পথে বুধবার সকালে তার মৃত্যু হয়।
হিরা বেগমের মা উপজেলার ভাটপাড়া গ্রামের মজিদা বেগম জানান, ‘চাকই গরুর হাটখোলা সংলগ্ন গ্রামের আক্কাচ আলী সরদারের ছেলে বিল্লাল সরদার অমানুষের মতো হিরার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে মেরে ফেলেছে। আমি সুষ্ঠু বিচার চাই।’
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, থানায় মামলা হয়েছে। পুলিশ বিল্লাল হোসেনকে আটকের জন্য অভিযান চালাচ্ছে।