রোববার দিবাগত রাত ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় কুয়াশার প্রকোপ বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান জানান, রাত ১২টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল স্বাভাবিক বন্ধ রাখা হয়েছে।
কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।