আফগানিস্তানের পূর্বাঞ্চলে টেলিভিশন উপস্থাপিকা মালালা মাইওয়ান্দকে তার গাড়ি চালকসহ গুলি করে হত্যা করা হয়েছে। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার জালালাবাদে দায়িত্ব পালনের জন্য নিজের গাড়িতে করে যাচ্ছিলেন মালালা। এ সময় তার গাড়িকে লক্ষ্য করে গুলি করে বন্দুকধারীরা। এ হামলায় তার চালক মোহাম্মদ তাহিরও নিহত হন।
হামলার দায় স্বীকার করে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো সংগঠন কিছু জানায়নি। এ হত্যার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন (ইউ)।
নিহত মালালা মাইওয়ান্দ দেশটির ইনিকাস টিভি নামের একটি টেলিভিশন এবং রেডিওর হয়ে কাজ করতেন। তিনি পেশাদারিত্বের কাজের জন্য ওই অঞ্চলে গিয়েছিলেন এবং বন্দুকধারীদের হামলার শিকার হন।