ভারি তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের নাগরিকদের জনজীবন। দুই দিন ধরে চলা তুষারপাত এতটাই ভয়াবহ অবস্থায় পৌঁছেছে যে, এক হাজারেরও বেশি চালক দেশটির কানেটসু এক্সপ্রেসওয়েতে গাড়ির মধ্যেই আটকা পড়েছেন। সিএনএন।
বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তুষারপাতের কারণে মহাসড়কগুলোতে একাধিক ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। এছাড়া তুষারপাতের কারণে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের দশ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিদে সুগা মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
কানেটসু এক্সপ্রেসওয়ের একটি পয়েন্টে যানজট সাড়ে ১৬ কিলোমিটার ছাড়িয়ে গেছে। ভারী যন্ত্রপাতির পাশাপাশি শ্রমিকদের সহযোগিতায় তুষাররের স্তূপ থেকে গাড়িগুলোকে বের করার চেষ্টা চলছে।
দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আটকে পড়া চালকদের মাঝে খাবার, তেল ও কম্বল সরবরাহ করছে। গত দুইদিন ধরে ভারি যন্ত্রপাতি ব্যবহার করে শ্রমিকরা রাস্তাগুলো সচল করার চেষ্টা করছেন। তবে অব্যহত তুষারপাতের কারণে শুক্রবার সকাল পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।