অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলাপী টেস্টে দলের বাকি ক্রিকেটারদের মতই ব্যর্থ হন অধিনায়ক বিরাট। প্রথমে প্যাট কামিন্সের অফ সাইডের বাইরের একটি বলে বাউন্ডারি হাঁকালেও তেমনই একটা বলে খোঁচা দিয়ে বসেন তিনি। গালিতে দাঁড়ানো ক্যামেরুন গ্রিন দুরন্ত ক্যাচে সাজঘরের পথ ধরান কোহলিকে।
করোনার কারণে এমনিতেই চলতি বছরে দীর্ঘদিন স্তব্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। তা শুরু হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে একটাও শতরান পাননি বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৮ সালে অভিষেকের পর বিরাটের ক্যারিয়ারে প্রথমবার এমন হল।
চলতি বছর টি-টোয়েন্টিতে কোহলির সর্বোচ্চ রান ৮৫ রান, ওয়ানডেতে ৮৯ রান ও টেস্টে ৭৪ রান। এবার টেস্টেও চলতি বছরে কোনও শতরান পেলেন না তিনি। প্রথম ইনিংসে অবশ্য দুরন্ত ইনিংসে শতরানের পথে ভালোভাবেই এগোচ্ছিলেন তিনি। কিন্তু ৭৪ রানের মাথায় আজিঙ্কা রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে রান আউট হয়ে গিয়েছিলেন বিরাট।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত চার টেস্টের সিরিজ খেললেও অ্যাডিলেডে দিন-রাতের প্রথম টেস্টের পর দেশে ফিরে আসছেন কোহলি। স্ত্রী আনুশকা শর্মা প্রথম সন্তানের জন্ম দেওয়ার সময় তার পাশে থাকার জন্যই ছুটি নেন কোহলি।