মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী জাকির-উর-রেহমান লাকভিকে গ্রেপ্তার করেছে পাকিস্তান। শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পাকিস্তানের কাউন্টার টেরোরিজম বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, উগ্রবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) নেতা জাকির-উর-রেহমানকে ‘সন্ত্রাসবাদে অর্থায়নের’ সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স, লাকভিকে নির্দিষ্ট কোনো জঙ্গি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়নি।
জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের একটি কমিটি জানিয়েছে, জাকির এলইটি’র অপারেশন প্রধান এবং তার বিরুদ্ধে চেচনিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, ইরাক ও আফগানিস্তানসহ বিভিন্ন অঞ্চলে ও দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ আছে।
২০০৮ সালের নভেম্বরে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পেছনের মূল পরিকল্পনাকারী হিসেবে যুক্তরাষ্ট্র ও ভারত জাকির-উর-রেহমানকে চিহ্নিত করেছিল। ভারতীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় একমাত্র বেঁচে যাওয়া হামলাকারী তার মৃত্যুদণ্ড কার্যকরের আগে জিজ্ঞাসাবাদে হামলাকারীদের সঙ্গে জাকির লাকভির যোগাযোগ ছিল বলে জানিয়েছে।
ওই হামলায় ১৬৬ জন্য নিহত এবং ৩০৮ জন আহত হয়।