টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
নিজেকে ক্ষমা করার পথ খুঁজছেন ট্রাম্প

নিজেকে ক্ষমা করার পথ খুঁজছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে যাদের বিভিন্ন অভিযোগে সাজা হয়েছিল, তাদের অনেককেই মেয়াদের শেষ বেলায় এসে প্রেসিডেন্টের ক্ষমতায় ক্ষমা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেকেও ক্ষমা করার ক্ষমতা রাখেন কি না, এখন তা পরামর্শক আর আইনজীবীদের কাছে তিনি তা ‘জানতে চাইছেন’। সিএনএন।

একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে বলেছে, হোয়াইট হাউজের কাউন্সেল প্যাট সিপোলোনেকেও একই প্রশ্ন করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। আইনজীবীদের সাথে এ বিষয়ে তার কিছু আলোচনা হয়েছে একেবারে সাম্প্রতিক সময়ে।

তবে ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে বুধবার ক্যাপিটল ভবনে তার সমর্থকদের হামলা বা জর্জিয়ার সেক্রেটারি অব স্টেটকে ভোটের ফল উল্টো দেওয়ার পথ খোঁজার জন্য চাপ দেওয়র কথা ফাঁস হওয়ার পর দায়মুক্তির আলোচনা জোর পেয়েছে কি না, সেটা স্পষ্ট নয়। নিজেকে ক্ষমা করলে আইনি ও রাজনৈতিক ক্ষেত্রে তার কী প্রভাব পড়তে পারে, এখন তা জানতে চাইছেন বিদায়ী প্রেসিডেন্ট।

এ ধরনের আলোচনা সম্পর্কে অবগত- এমন দুজনের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এর আগে খবর দিয়েছিল, নিজেকে ক্ষমা করার ওই আইডিয়া নিয়ে নির্বাচনের সময় থেকেই চিন্তাভাবনা করে আসছেন ট্রাম্প। এ বিষয়ে আইনে কী বলা আছে, প্রেসিডেন্টের নিজেকে ক্ষমা করার ক্ষমতা সেখানে দেওয়া হয়েছে কি না- সেসব প্রশ্নের উত্তর টাম্প জানতে চাইছেন।

হোয়াইটি হাউজের একজন কর্মকর্তা বলেছেন, কাউন্সেল অফিসে এ নিয়ে কোনো কাজ এখন হচ্ছে না। তবে এমন হতে পারে যে ডিপার্টমেন্ট অব জাস্টিস বিষয়গুলো খতিয়ে দেখার কাজটি করছে। ২০১৮ সালে একবার টুইট করে ট্রাম্প নিজেও বলেছিলেন, ‘বহু আইনবিদের সঙ্গে কথা বলে আমি জেনেছি, নিজেকে ক্ষমা করার পূর্ণ ক্ষমতা আমার আছে। কিন্তু কেন সেটা আমি করতে যাব, যখন আমি কোনো ভুল কোথাও করিনি?’

তবে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিন হ্যানিটি সম্প্রতি ফক্স নিউজের আলোচনায় প্রকাশ্যেই বলেছেন, ওই রকম কিছু করতে যাওয়া বিদায়ী প্রেসিডেন্টের উচিৎ হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আদৌ সেরকম ক্ষমতা রাখেন কি না, তা নিয়ে মতভেদ আছে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে।

বিচার বিভাগের একটি লিগ্যাল মেমোতে বলা হয়েছে, প্রেসিডেন্ট নিজেকে ক্ষমা করতে পারেন না। তবে তিনি পদত্যাগ করে ভাইস প্রেসিডেন্টের হাতে ক্ষমতা তুলে দিতে পারেন এবং তার কাছে ক্ষমার আবেদন করতে পারেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital