ফরিদপুর শহরের কুঠিবাড়ি কমলাপুর মহল্লার আসাদুজ্জামান চৌধুরীর ছেলে আশীকুজ্জামান চৌধুরীর (৩০) সঙ্গে শুক্রবার দুপুরে শহরের ঝিলটুলী মহল্লায় মেজবান পার্টি সেন্টারে এই বিয়ে হয়।
বিপাশা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। জানতে চাইলে তিনি বলেন, বিয়ের কথাবার্তা চূড়ান্ত করার সময় বাবা-মা আমাকে সিদ্ধান্ত নিতে বললেন। আমি যার সঙ্গে সারা জীবন সংসার করতে চাই তার প্রতি আস্থা রেখে এই সিদ্ধান্ত নিয়েছি। বিয়ের সম্পর্কটাকে অর্থমূল্যে বিচার করতে চাইনি। এ কারণে নামমাত্র এক টাকার দেনমোহরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।
বিয়ের অনুষ্ঠানে উভয়পক্ষের আত্মীয়-স্বজনের উপস্থিতিতে কাবিন হয়েছে।
অনুষ্ঠানে আসা বর-কনের আত্মীয়-স্বজন জানান, কনে আগে থেকেই ঠিক করে রেখেছিলেন তিনি যেহেতু আর্থিকভাবে সচ্ছল, সেহেতু তিনি দেনমোহর চান না। কাবিনে টাকার অঙ্ক লেখার নির্ধারিত জায়গা রয়েছে বলে সেখানে ‘এক টাকা’ লিখতে চান।
এ বিষয়ে ফরিদপুর নাগরিক কমিটির সভাপতি আওলাদ হোসেন বলেন, এটি এক নারীর আত্মমর্যাদা রক্ষার দৃষ্টান্ত বলে মনে করি।
বর আশীকুজ্জামান চৌধুরী বলেন, কনে যা চেয়েছে তাকে স্বাগত জানিয়েছি।