বৃহস্পতিবার দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, সকালের দিকে ভারত থেকে চোরাকারবারিরা এসব যৌন উত্তেজক ইনজেকশন ও ফেনসিডিল নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছিল। এ সময় বিজিবির সদস্যরা তাদের ধাওয়া দিলে সেগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় চোরাকারবারীদের আটক করা না গেলেও আমরা এ বিষয়ে অনুসন্ধান করছি। এ ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা-পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।