টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
টি-টেন লিগ চ্যাম্পিয়ন নর্দান ওয়ারিয়র্স

টি-টেন লিগ চ্যাম্পিয়ন নর্দান ওয়ারিয়র্স

টি-টেন লিগে যেমন মারমার-কাটকাট ফাইনাল হওয়ার কথা ছিল, তেমনটা হয়নি শেষ পর্যন্ত। অনেকটা একপেশে ফাইনালেই পরিণত হয়েছিল শনিবার রাতে আবুধাবিতে। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখে দিল্লি বুলসকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা জিতে নিলো নর্দান ওয়ারিয়র্স।

টস হেরে ব্যাট করতে নেমে দিল্লির কোনা ব্যাটসম্যানই ঠিকভাবে দাঁড়াতে পারেননি ওয়ারিয়র্স বোলারদের সামনে। যার ফলে নির্ধারিত ১০ ওভার শেষে ৯ উইকটে হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ৮১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন মোহাম্মদ নবি। ১০ বল খেলেছিলেন তিনি। এছাড়া ১৩ রান করেন রহমতুল্লাহ গুরবাজ, ১০ রান করেন এভিন লুইস। বাকিদের রান দুই অংক ছোঁয়নি। শ্রীলঙ্কান বোলার মাহিস থিকসানা নেন ৩ উইকেট। জুনায়েদ সিদ্দিকি নেন ২ উইকেট। ধনঞ্জয়া লক্ষণও নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন নর্দান ওয়ারিয়র্সের দুই ওপেনার। ৯ বলে ১২ রান করে নিকোলাস পুরান আউট হয়ে যান। এরপর দলীয় ৬২ রানের মাথায় আউট হন ওয়াসিম মুহাম্মদ। ২২ বলে ২৭ রান করেন তিনি। এর আগে এক ম্যাচে ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ওয়াসিম।

ওয়াসিম মুহাম্মদ আউট হয়ে গেলেও বাকি কাজ অনায়াসে সেরে আসেন লেন্ডল সিমন্স এবং রোভম্যান পাওয়েল। শেষ পর্যন্ত ৮.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নর্দান ওয়ারিয়র্স। এর আগে ২০১৮ সালেও একবার চ্যাম্পিয়ন হয়েছিল এই ফ্রাঞ্চাইজিটি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital