মঙ্গলবার সকালে চেয়ারম্যান গলির একটি ডাস্টবিনে ওই সদ্যোজাত শিশুটিকে পড়ে ছিল বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ। তিনি বলেন, এক দিন বয়সী শিশুটি সুস্থ আছে। তার মা-বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পতেঙ্গা থানার এএসআই শরীফুল ইসলাম বলেন, ভূমিষ্ঠ হওয়ার পরই ছেলেশিশুটিকে কেউ ডাস্টবিনে ময়লার ভেতর ফেলে রেখে গিয়েছিল।
ওসি জোবায়ের জানান, প্রথমে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর আদালতের মাধ্যমে সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত রৌফাবাদের সোনা মনি নিবাসে পাঠানো হয়েছে শিশুটিকে।