টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
কঙ্গোয় নৌকাডুবিতে নিহত ৬০, নিখোঁজ শতাধিক

কঙ্গোয় নৌকাডুবিতে নিহত ৬০, নিখোঁজ শতাধিক

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয় নৌকাডুবিতে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছেন শতাধিক। ৩০০ জনকে জীবিত উদ্ধার করা গেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদসংস্থা রয়টার্স এ সংবাদ প্রকাশ করেছে।

রয়টার্স’র প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত নৌকাডুবির ঘটনায় ৬০ জন মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ রয়েছেন প্রায় শতাধিক। আরও কোনো হতাহত আছে কিনা তা নির্দিষ্টকরণের কাজ চলছে।

কঙ্গোর মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রী স্টিভ এমবিকায়ি গতকাল সোমবার আল জাজিরাকে জানান, রোববার রাতে মাইনডম্বের প্রদেশের লঙ্গোলা একোটি গ্রামের কাছে যে নৌকাটি ডুবেছিল তাতে ৭০০ জন যাত্রী ছিল।

স্টিভ এমবিকায়ি আরও জানান, দুর্ঘটনার সময় ওই নৌকাতে ৭০০ জন যাত্রী ছিলেন। নৌকাটি মাইনডম্বের প্রদেশের লঙ্গোলা একোটি গ্রামের কাছে এসে ডুবে গেছে। উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৬০ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ৩০০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী স্টিভ এমবিকায়ি।

এদিকে দ্য গার্ডিয়ান বলছে, রাজধানী কিনশাসা থেকে ইকুয়াটর প্রদেশের উদ্দেশে ওই নৌকাটি যাত্রা করেছিল। অতিরিক্ত মালামাল এবং ধারণক্ষমতার বেশি যাত্রী নেওয়ার কারণেই ওই নৌকাটি দুর্ঘটনার কবলে পড়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital