টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ফের বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ফিরে পেলেন জেফ বেজোস

ফের বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ফিরে পেলেন জেফ বেজোস

অনলাইন ডেস্ক ॥ টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে ছাড়িয়ে ফের বিশ্বের শীর্ষ ধনীর খেতাব পেয়েছেন জেফ বেজোস। ফোর্বসের রিয়েল-টাইম উপাত্তের বরাতে এনডিটিভি এমন খবর দিয়েছে।

মঙ্গলবার মাস্কের শেয়ার দুই দশমিক চার শতাংশ পড়ে যায়। যে কারণে ৪৬০ কোটি মার্কিন ডলার খুইয়েছেন ইলন মাস্ক। আর রীতিমতো ব্লুমবার্গের ধনকুবের সূচকের তালিকা থেকেও তার নাম নিচে চলে যায়।

গত মাসের আগে পরপর তিন বছর বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ধরে রেখেছিলেন বেজোস। অর্থাৎ ২০১৭ সালে তিনি প্রথম এই মর্যাদা অর্জন করেন।

ইলনের চেয়ে ১৯ হাজার ১২০ কোটি মার্কিন ডলার বেশি নিয়ে ফের তিনি এগিয়ে গেলেন।

প্রায় ছয় সপ্তাহ শীর্ষ ধনীর খেতাবটি ধরে রেখেছিলেন ইলন মাস্ক। চলতি বছর পর্যন্ত বেশ কয়েকটি বড় মার্কেটের কেন্দ্র ও সামনের দিকে দেখা গেছে ইলন মাস্ককে।

কোম্পানির শেয়ার মূল্যের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে আমাজন প্রতিষ্ঠার ব্যক্তিগত সম্পদের পরিমাণ রকেটের গতিতে বাড়ছিল।

গত আগস্টে প্রথম ব্যক্তি হিসেবে নিজের সম্পদের নিট মূল্য ২০ হাজার কোটি মার্কিন ডলার দেখতে পান তিনি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital