সোমবার সকালের দিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে। এখনো কেউ শিশুটির মরদেহ নিতে না আসায় বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের আরএমও-২ ডা. খন্দকার মিজানুর রহমান জানান, রোববার রাত পৌনে ৮টার দিকে বাবু নামে চারদিন বয়সী এক অসুস্থ নবজাতক শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ভর্তির সময় এক দম্পতি নিজেদের শিশুটির মা ও বাবা বলে পরিচয় দেন এবং তাদের ঠিকানা পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে বলে জানান। শিশুটির বাবার নাম সাগর হোসেন পরিচয় দিয়ে রোগী ভর্তির রেজিস্টার খাতায় নাম লেখান।
তিনি আরও জানান, ভর্তির পর ওই নবজাতককে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো। রাতের কোনো এক সময় ওই দম্পতি শিশুটিকে রেখে পালিয়ে যান। এমন অবস্থায় সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটির মৃত্যু হয়। বিষয়টি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নজরে এলে শিশুটির বাবা মাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রোগী ভর্তির রেজিস্টারে দেয়া ঠিকানা অনুযায়ী সেখানে গিয়ে জানা যায় ঠিকানাটিও ভুয়া। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
তিনি আরো জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে তার বাবা-মাকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তারপরও পাওয়া না গেলে সরকারিভাবে শিশুটির মরদেহ দাফন করার ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জানান, কি কারণে নবজাতকটিকে তার মা-বাবা হাসপাতালে রেখে চলে গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির বাবা-মাকে শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।