পাবনার চাটমোহর প্রেসক্লাবের ফ্যামিলিডে উদযাপন হয়েছে। ২৬ ফেব্রুয়ারি শুক্রবার চাটমোহর রেলবাজার এলাকায় অবস্থিত জাপান বাড়ীতে এ ফ্যামিলি-ডে অনুষ্ঠিত হয়।
সুত্রে জানা গেছে এ ফ্যামিলি ডেতে সাংবাদিকরা পরিবার পরিজন নিয়ে অংশ গ্রহন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোটদের খেলাধুলার প্রতিযোগীতা, পুরুষদের হাড়িভাঙ্গা, মহিলাদের মিউজিক্যাল বালিশখেলা অনুষ্ঠিত হয়।
সদস্য ও পরিবারের সদস্যদের উপস্থিতে ফ্যামিলি-ডের অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ রকিবুর রহমান টুকুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, সহ-সভাপতি ইশারত আলী, সাবেক সভাপতি মোঃ হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংসুক প্রমূখ।