পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ-বানিয়াচং সড়কে এক কলেজছাত্রী বাসে উঠলে ভাড়া নিয়ে হেলপারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলপার ও চালক ওই ছাত্রীকে অশ্লীল কথা-বার্তা বলেন এবং গায়ে হাত দেয়ার চেষ্টা করেন। এসময় মেয়েটি চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী এসে বাসটিকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক ও হেলপারকে আটক করে নিয়ে যায়।
প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। তবে নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ব্যস্ত থাকার কারণে আটককৃতদের সাজা না দিয়ে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় নিয়মিত মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।