গ্রাহক চাহিদার পরিপ্রেক্ষিতে ইস্টারকে উপলক্ষ্য করে ২৮ মার্চ থেকে ভারত মহাসাগরের দুটি জনপ্রিয় পর্যটন দ্বীপ মালদ্বীপ ও সীসেলসে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করছে এমিরেটস।
২৮ মার্চ থেকে ১৮ এপ্রিল মালদ্বীপে সপ্তাহে ২৮টি ফ্লাইট পরিচালিত হবে। বর্তমানে দুবাই-মালে রুটে বর্তমানে ২৪টি সাপ্তাহিক ফ্লাইট চলাচল করছে। মালদ্বীপের নাগরিক ব্যতিত সকলের জন্য কোভিড-১৯ নিগেটিভ পিসিআর পরীক্ষা সনদ বাধ্যতামূলক। অন্যদিকে ২৮মার্চ থেকে ৩০অক্টোবর ২০২১ পর্যন্ত সীসেলসের মাহেতে সপ্তাহে ৫টির পরির্বতে ৭টি ফ্লাইট পরিচালিত হবে। দ্বীপটিতে ভ্রমণকারীদের কোভিড-১৯ নিগেটিভ পিসিআর পরীক্ষা সনদ থাকতে হবে।
উল্লেখ্য, ২৫ মার্চ থেকে সীসেলসে ভ্রমণের জন্য কোন টিকা গ্রহন বা কোয়ারেন্টিনের প্রয়োজন হবে না। এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ১৭টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ৯০টির অধিক গন্তব্যে ভ্রমণ সুবিধা পাচ্ছেন। ব্যবসায়িক কারণ বা অবকাশ যাপনের জন্য দুবাই বর্তমানে উন্মুক্ত।