মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ এ প্রতিপাদ্যে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে ২১ মার্চ রবিবার বেলা ১১ টায় পাবনার চাটমোহর থানা মোড় আমতলায় চাটমোহর থানা পুলিশ প্রচারাভিযান চালায়। সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীনের নেতৃত্বে এ প্রচার অভিযান চালনো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, প্রভাষক ইকবাল কবীর রনজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, প্রমূখ। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্কবিহীনদের মাস্ক বিতরণ করা হয়।
চাটমোহর থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান। পুলিশের এ বিশেষ উদ্যোগ চলমান থাকবে।