রোববার রাতে প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচে ৬-১ গোলে জিতেছে রোনাল্ড কুমানের দল। অঁতোয়ান গ্রিজমান দলকে এগিয়ে নেয়ার পর বিরতির আগে-পরে ব্যবধান বাড়ান সের্জিনো দেস্ত। পরে মেসির দুই গোলের মাঝে একটি করেন উসমান দেম্বেলে। এই জয়ের পর রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলে আবার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বার্সেলোনা।
এর আগে গত সোমবার ওয়েস্কার বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচ দিয়ে ক্লাবের ইতিহাসে চাভি এরনান্দেসের সর্বোচ্চ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। ৭৬৮ ম্যাচ খেলে এবার রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।
আসরে বাজে শুরুর পর ছন্দে ফেরা বার্সেলোনা এই নিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত রইলো। গত ৫ ডিসেম্বরের পর আর হারেনি তারা। এই সময়ে তাদের জয় ১৫টি, ড্র তিনটি।
২৮ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬২। সমান সংখ্যক ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ। ৪৫ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রিয়াল সোসিয়েদাদ।
এদিন সোসিয়েদাদের ঘরের মাঠ অ্যানোয়েতায় অনুষ্ঠিত ম্যাচটিতে ৩৭তম মিনিটে গ্রিজম্যানের গোলে লিড নেয় বার্সেলোনা। ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেস্ত। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।
বিরতি থেকে ফেরার পর ৫৩তম মিনিটে আবার গোল করেন দেস্ত। এর তিন মিনিট পর গোলের দেখা পান মেসি। ৭১তম মিনিটে দেম্বেলে গোল করলে ৫-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৭৭তম মিনিটে ব্যারেনেটেক্সিয়ার গোলে ব্যবধান কমায় সোসিয়েদাদ। ৮৯তম মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন মেসি। যার ফলে ৬-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।