টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: রিমান্ডে আসামিরা

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: রিমান্ডে আসামিরা

কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় গ্রেপ্তার তিন আসামির রিমান্ড বহাল রেখেছে হাইকোর্ট। হাইকোর্টের আদেশের পর বিকেল ৩টার দিকে কুষ্টিয়া জেলা কারাগার থেকে তাদের কুমারখালী থানায় নেয়া হয়।

বিচারিক আদালতের দেয়া রিমান্ডের বিরুদ্ধে তাদের করা রিভিউ আবেদন সোমবার খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা কুমারখালী থানার পরিদর্শক রাকিব হাসান জানিয়েছেন, এখন তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পুলিশের আর বাধা নেই।

তিন আসামি হলেন- কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মহিরুদ্দিনের ছেলে আনিসুর রহমান আনিস (৩৫), নাজিমুদ্দিনের ছেলে সবুজ হোসেন (২০) ও শাহাবুদ্দিনের ছেলে হৃদয় আহমেদ (২০)।

তদন্ত কর্মকর্তা রাকিব হাসান জানান, বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় ওই তিনজনকে গত বছরের ১৯ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। পরদিন কুষ্টিয়া মুখ্য বিচারিক হাকিম আদালত তাদের তিনদিনের রিমান্ডের আদেশ দেন। আসামিপক্ষ ওই আদেশের বিরুদ্ধে জেলা দায়রা জজ আদালতে রিভিউ আবেদন করলে বিচারক রিমান্ড বহাল রাখেন। পরে তারা হাইকোর্টে রিভিশন আবেদন করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, হাইকোর্ট তাদের আবেদন খারিজ করে নিম্ন আদালতের আদেশ বহাল রেখেছে। এরপরই তাদের জিজ্ঞাসাবাদের জন্য কুমারখালী থানায় আনা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর গভীর রাতে কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয়ের সামনে ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে ১৯ ডিসেম্বর যুবলীগ নেতা আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্যে পরে হৃদয় ও সবুজকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital