শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ধামরাই পৌরসভার মাধববাড়ি ব্রিজের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে জাহাঙ্গীর আলম নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। নিহত আলামিন (২৩) পৌরসভার কায়েতপাড়া মহল্লার বজলুর রহমান ফসির ছেলে।
পুলিশ সূত্রে জানায়, আলামিনের অটোরিকশার সঙ্গে গোয়ারীপাড়া মহল্লার আল মাহফুজের মোটরসাইকেলের ধাক্কা শুক্রবার সকালে। এ সময় উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে মাধববাড়ি ব্রিজের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানের সামনে আলামিনের পেটে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাহফুজ। এতে ঘটনাস্থলেই আলামিন নিহত হন। তার লাশ উদ্ধার করে পুলিশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, অটোরিকশা ও মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনায় অটোরিকশা চালক আলামিনকে ছুরিকাঘাতে হত্যা করে আল মাহফুজ। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।