সোমবার এক ভিডিও চিত্রে দেখা গেছে, জাহাজটির পশ্চাৎভাগ খালের তীরের দিকে ঘুরে গেছে, ফলে খালের অনেকটা জায়গা অবমুক্ত হয়েছে। আন্তর্জাতিক সমুদ্রসেবা বিষয়ক প্রতিষ্ঠান ইঞ্চিকেপও এক বিবৃতিতে জানিয়েছে, আটকে পড়া জাহাজটি সরানো হয়েছে। বিবিসি, আলজাজিরা।
গত ২২ মার্চ লোহিত সাগর থেকে ভূমধ্যসাগরে যাওয়ার পথে সুয়েজ খালে আটকা পড়েছিল পানামার পতাকাধারী জাহাজ এভার গিভন। প্রবল বাতাস ও ধূলিঝড়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গিয়ে সুয়েজ খালের দক্ষিণাংশের সংকীর্ণ একক লেনে আড়াআড়িভাবে আটকে গিয়েছিল দুই লাখ বিশ হাজার টনের এই বিশাল জাহাজটি, যার ফলে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়েছিল বিশ্ব বাণিজ্যের পরিবহন ব্যবস্থায়।
জাহাজটি সরে যাওয়ায় শিগগিরই বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্যিক পথটি খুলে দেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।