শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার তেতুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম জয়পুরহাট সদর উপজেলার দোগাছী গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার সোনালী ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, আব্দুস সালাম তার শ্যালকের বিয়ের উদ্দেশে মোটরসাইকেলে করে ছেলে সিয়ামকে সঙ্গে নিয়ে নওগাঁর বদলগাছীর মথুরাপুর যাচ্ছিলেন। পথে তেতুলতলী এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সালাম মারা যান। এ সময় গুরুতর আহত সিয়ামকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘাতক চালক ও হেলপার পালিয়ে গেছে।