মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে যান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তায় (ভর্তুকি) কার্যক্রমের আওতায় আনুষ্টানিকভাবে ওইসব ধানকাটার যন্ত্র বিতরণ করা হয়।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মুনতাসির হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো, নাজমুুল ইসলাম, জেলা পরিষদের সদস্য জুবায়ের পাশা হিমু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো, রফিকুল ইসলাম, ধর্মপাশা প্রেসক্লাবের আহবায়ক হাফিজুর রহমান চয়ন, উপজেলার পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলা কৃষি কার্যালয়ের উপ সহকারি কৃষি কর্মকর্তা মো, কামরুল ইসলাম, শাখাওয়াত হোসেন সোহাগ প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো, নাজমূল ইসলাম জানান, এবার সরকার যান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তায় (ভর্তুকি) কার্যক্রমের আওতায় এ উপজেলায় মোট ১০টি ধানকাটার যন্ত্র এলাকার কৃষকদের জন্য বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে মঙ্গলবার দুপুরে ৬ জন কৃষকের হাতে ৬টি কম্বাইন্ড হারভেষ্টার মেশিন তুলে দেওয়া হয়েছে এবং বাকি ৪টি যন্ত্রও আগামি বৃহস্পতিবারে এসে পৌঁছে যাবে বলে তিনি জানান।