বুধবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ রাতেই আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়। রংপুর অঞ্চলের ওপর বজ্রমেঘ দেখা যাচ্ছে।
ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি শুরু হতে পারে জানিয়ে তিনি আরও বলেন, পাশাপাশি সিলেট, ময়মনসিংহ, রাজশাহীসহ কিছু অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
আগামী ১২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে।