টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
জনদুর্ভোগ লাঘব করলেন নিভৃতচারী সমাজসেবক আলহাজ্ব আলকাছ উদ্দিন খন্দকার 

জনদুর্ভোগ লাঘব করলেন নিভৃতচারী সমাজসেবক আলহাজ্ব আলকাছ উদ্দিন খন্দকার 

গণমানুষের দুর্ভোগ লাঘব করতে নিজ অর্থায়নে রাস্তা মেরামত করালেন সুনামগঞ্জের নিভৃতচারী সমাজসেবক আলহাজ্ব আলকাছ উদ্দীন খন্দকার।

তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি পদে রয়েছেন তিনি।  জানা গেছে, শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তঘেঁষা চাঁনপুর (নয়াছড়া) এলাকার ভাঙ্গন কবলিত রাস্তাটি নিজ অর্থায়নে সংস্কার করালেন জনবান্ধব এই সমাজসেবক। ফলে দীর্ঘ মেয়াদি জনদূর্ভােগের সমাধান হয়।
এ প্রসঙ্গ রজনীলাইন গ্রামের হেকমত আলী, সিদ্দিক মিয়াসহ এলাকাবাসী জানিয়েছেন,  গতবছরে পাহাড়ি ঢলে বড়ছড়া-সুনামগঞ্জ যাতায়াতের এই রাস্তাটি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চানপুর (নয়াছড়া) এলাকায় ব্যাপক ভাঙ্গন সৃষ্টি হয়। দীর্ঘদিনেও রাস্তাটি মেরামতে এগিয়ে আসেনি সড়ক মেরামতকাজে নিয়োজিত সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ৩০ মার্চ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত শহীদ সিরাজ (বীর বিক্রম) লেক এলাকায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের ১২তম সাধারন সভায় উপস্থিত এলাকাবাসী রাস্তাটি মেরামতের দাবি তুলেন। এরই প্রেক্ষিতে নিজ অর্থায়নে শুক্রবার রাস্তাটি সংস্কার করে গনমানুষের চলাচল উপযোগী করে দেন এই সমাজসেবক। তাঁর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়সহ রাস্তায় চলাচলকারী মানুষজন।
রাস্তা সংস্কার চলাকালে উপস্থিত ছিলেন আলহাজ্ব আলকাছ উদ্দীন খন্দকার, বড়ছড়া গ্রামের ব্যবসায়ী জাহের আলী, স্হানীয় ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান জামাল উদ্দীন, সদস্য সম্রাট মিয়া, সাবেক সদস্য নাসির উদ্দীন, জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আবুল খায়ের সহ স্হানীয় এলাকাবাসী।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital