পাবনার চাটমোহরের দুই ব্যক্তির করোনা সনাক্ত হয়েছে। এদের একজন গ্রাম পুলিশ এবং অপরজন ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি। দুইজনই চাটমোহর পৌর সদরের বাসিন্দা। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, গত ৪ এপ্রিল পরীক্ষার জন্য সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিকেল কলেজে ১১ জনের নমুনা পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যায় তাদের রিপোর্ট হাতে পায় হাসপাতাল কর্তৃপক্ষ। ১১ জনের মধ্যে ২ জনের দেহে করোনা সনাক্ত হয়। তারা নিজ বাড়িতেই অবস্থান করছেন।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল জানান, গত ৭ এপ্রিল বুধবার ১০ ভায়াল (১০০ ডোজ) এবং শুক্রবার ১০২৪ ভায়াল (১০,২৪০ ডোজ) টিকা চাটমোহর হাসপাতালে এসে পৌছেছে। ৮ এপ্রিল বৃহস্পতিবার ৫৩ জন দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন। পাশাপাশি আজ ১১ এপ্রিল রবিবার থেকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড অ্যান্টিজেন টেস্ট শুরু হচ্ছে বলেও জানান তিনি।