টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মিয়ানমারে নিহতের সংখ্যা ৬০০ ছাড়াল

মিয়ানমারে নিহতের সংখ্যা ৬০০ ছাড়াল

সপ্তাহখানেক আগেই মিয়ানমারের প্রত্যন্ত এলাকার বিদ্রোহী গোষ্ঠীগুলো সেনাবিরোধী বিক্ষোভে দেশের গণতন্ত্রকামী সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিল।

সেই মতো এ বার সেনা-পুলিশের গুলি বর্ষণের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র হাতে রুখে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন বিক্ষোভকারীরা। যদিও গত দুই দিনে নিরাপত্তা বাহিনীর গুলিতে মোট ২৩ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটি এখন পর্যন্ত মোট প্রাণ হারালেন ৬০৯ জন। দেশটির প্রবাসী রাজনীতিবিদদের প্রতিষ্ঠিত সংগঠন এএপিপি এ তথ্য জানিয়েছে।

দেশটিতে পুলিশি হেফাজতে রয়েছেন প্রায় তিন হাজার প্রতিবাদী। সেনাবিরোধী বিক্ষোভকে সমর্থন জানানোয় গোটা দেশে একশোরও বেশি শিল্পীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

পাইং তাকোন নামে বছর চব্বিশের এক অভিনেতাকে তার ইয়াঙ্গনের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে সেনা। তার বোন স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতা কয়েক দিন ইয়াঙ্গনে বাবা-মায়ের বাড়িতে ছিলেন। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ সেনার ৮টি গাড়ি ও ৫০ জন সেনা তাদের বাড়ি ঘিরে ফেলে। তাকে কোথায় রাখা হয়েছে, তা তার পরিবার জানে না।

সূত্র: রয়টার্স

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital